Sunday, February 14

মাকড়সার কাছে ধরাশায়ী সাপ


কানাইঘাট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা প্যাট্রিক লি পেশায় কৃষক। শনিবার সকালে বাড়ির পেছনের দেওয়ালের জানলার দিকে তাকাতেই চমকে ওঠেন। জানলার গ্রিল বেয়ে নামা মাকড়সার জালে মরে পড়ে আছে বাদামি রঙের একটা বিশাল সাপ। তার পাশে মনের আনন্দে নিজের জাল বেয়ে ঘুরে বেড়াচ্ছে কুট্টি সাইজের ‘ড্যাডি লং লেগস’মাকড়সা। প্যাট্রিকের কথায় ‘‘মাকড়সাটার রকম সকম দেখে মনে হচ্ছিল বিশাল শত্রুকে হারিয়ে তার তখন বেজায় ফুর্তি হয়েছে।” প্যাট্রিক নিজের মোবাইলে ছবি তুলে ফেলেন পোস্ট করেন ফেসবুকের ওয়ালে। ব্যাস, তারপরেই ভাইরাল সেই ছবি। পূর্ব অস্ট্রেলিয়ায় বেশ কমন এই বাদামি সাপ। গড়ে এরা প্রায় ২ মিটার লম্বা। হিংস্র স্বভাব আর বিষের জন্য বেশ পরিচিত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়