Sunday, February 14

চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি


সিলেট, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ :: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডারদের সংগঠন (বিসিএইচসিপিএ) চাকরি জাতীয়করণের দাবিতে কমিউনিটি ক্লিনিকে হেল্থ প্রভাইডারগণ ৩ দিনের কর্মবিরতি পালন করছেন। সিলেটের ২৫৪ টি কমিউনিটি ক্লিনিকে হেল্থ প্রভাইডারগণ শনিবার ১ম দিনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে এ কর্মবিরতি পালন করা হয়। উলে­খ্য, আওয়ামীলীগ সরকার কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করার জন্য (আরসিএইচসিআইবি) প্রজেক্ট চালু করে এর আওতায় প্রায় ১৪ হাজার কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার নিয়োগ দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে হেল্থ প্রভাইডারগণকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় চাকরি জাতীয়করণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়