Tuesday, January 19

কানাইঘাটে অপশন কম্পিউটারের সার্টিফিকেট ও সংবর্ধনা প্রদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের সার্টিফিকেট প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। গত সোমবার বিকেলে স্থানীয় রহমান কমিউনিটি সেন্টারে এ অনুষ্টান সম্পন্ন হয়। অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট। মফস্বল এলাকায় থেকে এ রকম একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সত্যিই অনেক কষ্ঠ সাধ্য। কিন্তু কিছু উদ্যোমী তরুণদের আন্তরিক প্রচেষ্টায় সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি উপজেলা প্রশাসন থেকে এই প্রতিষ্টানকে সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। অপশন কম্পিউটারের প্রশিক্ষক রেজাউল করীম মছরুর ও মাছনুন বিন আমীনের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক খান বেলায়াত হোসেন রণি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি কবি মুহিত চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবীদ আব্দুর রহীম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ভুইয়া কম্পিউটার সিলেট জেলা প্রতিনিধি মুবিনুল হক, যুব উন্নয়ন সিলেট জেলা প্রতিনিধি মখলিছুর রাহমান, যুব উন্নয়ন মৌলভীবাজার জেলা প্রতিনিধি কল্লোল দাস, জগন্নাথপুর প্রতিনিধি রশিদ আহমদ মুরাদ, ছাতক প্রতিনিধি অনন্ত দাস, অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান উপদেষ্টা হা: ফয়েজ আহমদ প্রমুখ। অপশন কম্পিউটারের প্রশিক্ষক রুবেল আহমদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউ ন্যাশন পত্রিকার স্টাফ রিপোর্টার এহসানুল হক জসীম, নিউজচেম্বার টোয়োন্টফোর ডটকমের সম্পাদক তাওহীদুল ইসলাম, দৈনিক সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার আতিক সামী, অপশন কম্পিউটারের স্টাফ মতিউর রাহমান, মাহফুজুর রাহমান, মামদুদ আহমদ, কিবরিয়া আহমদ, খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৭০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান এবং ৮০ জন পিএসসি ও জেএসসি কৃতি শিক্ষর্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়