ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ফিল্ডিং করবে মাশরাফি-বাহিনী।
রূপসা-পারের শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়।
গত নভেম্বরে বাংলাদেশ সফর করে যায় জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি শেষ হয়েছিল ১-১ সমতায়। এই সফরে টেস্ট খেলার কথা থাকলে এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিকটে থাকায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে দুই দল। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনায়।
আজ অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও শুভাগত হোমের।
জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলে ফেললেও এই প্রথম টি-টোয়েন্টি দলে শুভাগত। আর ২২ বছর বয়সী সোহান একেবারেই নতুন মুখ।
বিপিএলের নয়া বিস্ময় আবু হায়দার রনির অপেক্ষা বাড়ছে। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেতে পারেন তিনি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, কাজি নুরুল হাসান, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়