কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটসহ সারাদেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূতাত্তিক জরিপ থেকে জানা গেছে- রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেটসহ সারাদেশ। ভূমিকম্পের তীব্রতায় লোকজন বহুতল ভবন ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন। অনেক স্থানে আতঙ্কগ্রস্থ লোকজন কান্নাকাটি শুরু করেন।
নিকট অতীতে এতো শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়নি বলে জানিয়েছেন জেল রোডের বাসিন্দা পঞ্চাশোর্ধ আশফাক আহমদ।
ভূমিকম্পে নগরীর কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়