Tuesday, December 29

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই


ঢাকা: পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে আসন্ন বিশ্ব ইজতেমার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। যখন-যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন পড়বে নির্বাচন কমিশনের সেখাবে তাদের কাজে লাগাবে। আসন্ন বিশ্ব ইজতেমার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘অন্য বছরের তুলনায় এবারের গোয়েন্দা নজরদারি বেশি থাকবে। পুরো ইজতেমা ময়দান সিসি ক্যামেরার আওতায় থাকবে। ১৪টি ওয়াচ-টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক, পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়