Tuesday, December 29

চলে গেলেন সুবীর সেন


ঢাকা: প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুবীর সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হিন্দি ও বাংলায় বহু জনপ্রিয় গান গেয়েছেন সুবীর সেন। তাঁর কন্ঠে এত সুর আর এত গান, ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন, পাগল হাওয়া, সারাদিন তোমায় ভেবে, ধরণীর পথে পথের মতো গান মনে থাকবে সকল সঙ্গীতপ্রেমীদের। সুবীরের গানে অনেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিচ্ছবি দেখতে পেতেন। কিন্তু, শিল্পীর একটা নিজস্বতা ছিল। সলিল চৌধুরীর সুরে তিনি অনেক গান গেয়েছেন। সলিল চৌধুরীর সুরে ‘ধরণীর পথে পথে’র মতো আরও বহু গান আজও শ্রোতাদের মুগ্ধ করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়