নিজস্ব প্রতিবেদক:
দলীয় প্রতীকে প্রথম বারের মতো স্থানীয় নির্বাচনে কানাইঘাট পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান (নারিকেল গাছ) প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। রাত বুধবার উপজেলা রিটার্নিং অফিসার মোঃ খালেদুর রহমান নিজাম উদ্দিন আল মিজানকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের লুৎফুর রহমান (নৌকা প্রতীকে) পেয়েছেন ২ হাজার ৮শত ৯১ ভোট। এছাড়া মেয়র পদে জামায়াত নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী ওলিউল্লাহ (মোবাইল ফোন) ২১৭৮, স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন (জগ) ১৫৫৮, বিএনপি সমর্থিত রহিম উদ্দিন ভরসা (ধানের শীষ) ১১৩৭, জাপা সমর্থিত বাবুল আহমদ (লাঙ্গল) ৩৭৬, খেলাফত মজলিশ সমর্থিত ইসলাম উদ্দিন (রিক্সা) ৫৬০, জাসদ সমর্থিত তাজ উদ্দিন (মশাল) ৫৭ ভোট পেয়েছেন। সকাল ৮টা থেকে পৌর এলাকার ৯টি কেন্দ্রে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা যাতে শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১৬ হাজার ২৮৭। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩১১ এবং মহিলা ভোটার হচ্ছেন ৭ হাজার ৯৭৬ জন। উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৯টি ভোট কেন্দ্রে মোট ১২ হাজার ১২১ টি ভোট কাস্টিং হয়েছে। ভোট কাস্টিং এর হার ৭৪.৪২ শতাংশ। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম জাহান (উট পাখি) ৪৩০, ২নং ওয়ার্ডে শরিফুল হক (বোতল) ৩২৫, ৩নং ওয়ার্ডে বিলাল আহমদ (পাঞ্জাবী) ৪৮২, ৪নং ওয়ার্ডে ইসলাম উদ্দিন (গাজর) ৪৬০, ৫নং ওয়ার্ডে আবিদুর রহমান (উট পাখি) ৭১৮, ৬নং ওয়ার্ডে ফখর উদ্দিন (পাঞ্জাবী) ৬৫৪, ৭নং ওয়ার্ডে মাসুক আহমদ (বোতল) ৬৪৯, ৮নং ওয়ার্ডে তাজ উদ্দিন (বোতল) ৩৮২ ও ৯নং ওয়ার্ডে শাহাব উদ্দিন (উট পাখি) মার্কায় ৮৫৫টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে ১ ও ২নং ওয়ার্ডে একাধিক প্রতিদ্বন্দ্বি না থাকায় আছিয়া বেগম এবং আসমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত ৩নং মহিলা আসনে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী রহিমা বেগম ২ হাজার ৪১১টি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়