নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে প্রতিদিন বেলা ২টা বাজার সাথে সাথেই ইসলামী সংগীতের সুরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে পৌর এলাকা। ভোটারদের মন জয় করতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ইসলামী সংগীত শিল্পীদের দিয়ে জনপ্রিয় ইসলামী সংগীতগুলোর সুর ঠিক রেখে কথাগুলোর জায়গায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গুনগান বসিয়ে মোবাইল ফোনে রেকর্ড করা হয়। তারপর প্রার্থীদের স্লোগানের ফাঁকে ফাঁকে সংগীতগুলো বাজানো হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভোট চাওয়ায় ভোটাররাও বেশ আমোদপ্রদ বলে মনে করছেন। আর এ ক্ষেত্রে কদর বেড়েছে কানাইঘাটের দুই তরুণ ইসলামী সংগীত শিল্পি মাছুম বিল্লাহ ও ছামসুদ্দিনের। তারা দু’জনেই নির্দিষ্ট ফি নিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সংগীতগুলো রেকর্ড করে দেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়