মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান:
সম্মানিত মুসলি্ল! আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের একটি বছর পর পবিত্র মাহে রমজানে লায়লাতুল কদর দান করেছেন। ইসলামে লায়লাতুল কদরের গুরুত্ব ও ফজিলত সীমাহীন। পুরো জাহানের হেদায়েত ও কল্যাণের জন্য নাজিলকৃত আল কোরআন এ রাতেই নাজিল শুরু হয়। পবিত্র কোরআন ও হাদিসে বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়েছে। আর কদর নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করা হয়েছে পবিত্র কোরআনে। হাদিসেও এ রাতের বহু ফজিলত ও গুরুত্বের কথা বর্ণনা করা হয়েছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেছেন, 'যে ব্যক্তি লায়লাতুল কদরে ঈমান ও সওয়াবের নিয়তে ইবাদতের জন্য দাঁড়াবে তার পেছনের গোনাহ মাফ করে দেয়া হবে।' (বোখারি)। প্রিয় নবী (সা.) আরও এরশাদ করেছেন, 'তোমাদের কাছে এ মাস (রমজান) এসেছে। এ মাসের মধ্যে এমন একটি রাত আছে, যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাত থেকে মাহরুম হবে সে সমগ্র কল্যাণ ও বরকত থেকে মাহরুম হবে। এর কল্যাণ থেকে একমাত্র হতভাগা লোক ছাড়া আর কেউ মাহরুম হয় না।' (ইবনে মাজাহ)। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, 'কদরের রাতে হজরত জিবরাঈল (আ.) একদল ফেরেশতা নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। তারা সেসব লোকের জন্য দোয়া করতে থাকেন, যারা এ রাতে দাঁড়ানো বা বসা অবস্থায় আল্লাহর ইবাদতে মশগুল থাকে।' (বায়হাকি, তাফসিরে ইবনে কাসির)।
সুপ্রিয় মুসলি্লরা! লায়লাতুল কদর রমজানের শেষ দশকের বেজোড় রাতে হতে পারে। তবে ২৭ তারিখেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে শুধু ২৭ তারিখের আশা করে বসে থাকলে চলবে না। বরং শেষ দশকের বেজোড় রাতেই তা তালাশ করতে হবে। আর শেষ দশকের বেজোড় রাতগুলো অবহেলায় না কাটিয়ে, মার্কেটে না ঘুরে ইবাদতে অতিবাহিত করা। অপরদিকে একটি সুন্দর জীবন গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে গোনাহর কথা স্মরণ করে আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা। পাশাপাশি দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনা ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা উচিত।
গ্রন্থনা : বায়েজীদ হোসাইন
Wednesday, July 15
এ সম্পর্কিত আরও খবর
হত্যার চেয়েও কঠিন অপরাধ ফেতনা-ফ্যাসাদ: কোরআন ইসলাম শান্তির ধর্ম। মানবতার ধর্ম। আর তাই ফেতনা-ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা ইসলাম কখনোই সমর্থন
সেবায় গতি আনতে ডাক বিভাগের পোস্টম্যানরা পেলেন ই-বাইক বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তি। পোস্টম্যানদের দ্রুত ও স
ইতিহাসের প্রথম জুমা যেমন ছিল‘জুমা’ শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের চার রাকাতের পরিবর্ত
বর্তমানে কোন সিমের কত গ্রাহক দেশে বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৯ কোটি ৮ লাখ ৬ হাজার। বর্তমানে দেশে চারটি মোবাইল কোম্পান
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে খেলবে খুলুরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়নিজস্ব প্রতিবেদক :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের ফ
মাজারে হামলার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র আওলিয়া কেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদরাসা এবং বিভ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়