Sunday, June 28

দলে ফিরতে ব্যাকুল তাসকিন


কানাইঘাট নিউজ ডেস্ক: ইনজুরির কারণে ভারতের সঙ্গে শেষ ওয়ানডে খেলতে পারেননি তাসকিন। তবে দক্ষিণ আফ্রিকার বিপেক্ষ মাঠে নামতে ব্যাকুল এই পেসার। রোববার বিসিবি একাডেমিতে সাইড স্ট্রেইন ট্রিটমেন্ট নিতে এসে সাংবাদিকদের বলেন,‘আমি ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছি। এ সপ্তাহেই বোলিং অনুশীলন শুরু করবো। আমার লক্ষ্য দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে সুস্থ হওয়া এবং দলে ফেরা। আমি ওয়ানডে সিরিজ কিছুতেই মিস করতে চাইনা।’ ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাম পাঁজরের পেশীতেচোট পান তাসকিন। যে কারণে শেষ ওয়ানডে ম্যাচটি খেলতে পারেনি তিনি। বর্তমানে অনেকটা ভালো বোধ করছেন বলে জানালেন। বাংলাদেশের বিপক্ষে পুর্নাঙ্গ টেস্ট সিরিজ খেলতে ৩০ জুন ঢাকায় পা রাখার কথা দাক্ষিণ আফ্রিকার। সিরিজে দুটি টি২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা। টি২০ সিরিজ দিয়ে শুরু হবে লড়াই। ৫ ও ৭ জুলাই মিরপুরে হবে টি২০ ম্যাচ দুটি। এরপর ৭ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা সহজ হবে না বলে মনে করছেন তাসকিন। বলেন, ‘দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী দল। উপমহাদেশে দক্ষিণ আফ্রিকা এরআগেও ভালো খেলেছে। তাই আমাদের বোলারদের খুবই ভালো করতে হবে। সে সঙ্গে ব্যাটসম্যানদেরও ভালো পারফর্ম করতে হবে।’ দাক্ষিণ আফ্রিকা দল স্পিনে দুর্বল। এবার স্পিন সহায়ক উইকেটের দিকে যেতে পারে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন উইকেট চান এমন প্রশ্নের জবাবে তাসকিন বললেন, ‘ আসলে উইকেট যেমনই হোক না কেন, আমাদের কাজ ভালো বোলিং করা।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়