Sunday, June 28

ইনসুলিনের ঝামেলা দূর করবে স্মার্ট প্যাচ


কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন ডায়াবেটিস রোগীদের কাছে অতীতে পরিণত হতে যাচ্ছে বেদনাদায়ক ইনসুলিন ইনজেকশন। নর্থ ক্যারোলিনা ইউনির্ভাসিটির একদল গবেষণা সম্প্রতি আবিষ্কার করেছেন স্মার্ট ইনসুলিন প্যাচ। গবেষণা পত্রটি প্রকাশ করেছে সাইন্স ডেইলি। এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্যাচটি রক্তে শর্করার মাত্রা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটি নির্ণয় করতে সক্ষম। সেই অনুযায়ী যেখানে প্রয়োজন শরীরের ওই স্থানে প্যাচটি প্রয়োগ করা যাবে। প্রত্যেকটি প্যাচে একশটিরও বেশি ছোট আকারের সূক্ষ্ম সূঁচ রয়েছে। প্রত্যেকটির আকার চোখের পাপড়ির চেয়েও ছোট। পৃথকভাবে প্রত্যেকটিকে দেখতে মাইক্রোস্কোপের সাহায্য লাগবে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে এই প্যাচ দ্রুতই শরীরের ওই অংশে গ্লুকোজ নিয়ন্ত্রণ করবে। এটিকে বাজারজাতকরণের আগে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তবে এর প্রাথমিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ গবেষকদের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়