Sunday, June 28

ভূমিকম্পের পূর্বাভাস দেবে প্রযুক্তি


তথ্য প্রযুক্তি ডেস্ক: ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। তাছাড়া এই ভয়াবহ দুর্যোগ থেকে বাঁচাতে আগে পূর্বাভাস পাওয়ার কোন প্রযুক্তি আবিষ্কার হয়নি। তবে ভুমিকম্পের পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি আবিষ্কার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গবেষণা সফল হলে ১৫ দিন আগে ভূমিকম্পের খবর পাওয়া যাবে। তিন থেকে পাঁচ বছরের মধ্যে এ প্রযুক্তি বাজারজাত করবে যুক্তরাষ্ট্র। মার্কিন মহাকাশ প্রকৌশলী জন পিনো এ তথ্য জানায়। তিনি বলেন, বাংলাদেশ চাইলে এখনই আমাদের অংশীদার হতে পারে। মার্কিন মহাকাশ প্রকৌশলী জন পিনো বলেন, আমরা উত্তেজিত এই কারণে যে, সত্যিই ভূমিকম্প পূর্বাভাসের খবর জানাতে পারবো। ভূকম্পনে পাওয়া তথ্য বিশ্লেষণ, পরীক্ষা ও পর্যালোচনা করে দু’সপ্তাহে আগে ভূমিকম্পনের খবর জানাতে পেরেছি গবেষণাকালে। যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পের ফাটলে সেন্সর রেখে পরীক্ষামূলকভাবে চলছে এই প্রকল্প। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় গবেষণা করে সফলভাবে ৮ বার সঠিক তথ্য দিতেও পেরেছেন গবেষকরা। মার্কিনীদের সাথে এই প্রকল্পে যুক্ত হচ্ছে ভূমিকম্পনপ্রবণ চিলি ও পেরু। ভূকম্পন জরিপে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস পাওয়া সম্ভব বলে মনে করেন তারা। তিনি আরও বলেন, ভূমিকম্প জানার কাজটা আরো নিখুঁত করতে চাই আমরা কারণ কোথায় ভূমিকম্প হচ্ছে আমরা জানি না। তাই সেন্সর প্রযুক্তিটি ভালভাবে আসতে সর্বোচ্চ পাঁচ বছর লাগবে। এখন এই প্যাকেজের দাম ৩৫ থেকে ৫০ হাজার ডলার। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা যেকোন দেশ অংশীদের হতে পারবে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে চলছে ভূমিকম্পের আগাম খবর জানার প্রকল্পের কাজ ওয়েটফাইন্ডার। সফলতার ব্যাপারে দারুণ আশাবাদী মার্কিন এই গবেষণা প্রতিষ্ঠান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়