ঢাকা: আলোচিত অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসেরের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার গুলশানের ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যাটকো গ্রুপ বরাবর নোটিশটি পাঠানো হয়। নোটিশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তার স্থাবর-অস্থাবর যাবতীয় সম্পদের হিসাব দুদকে জমা দিতে বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য্ বলেন, এর আগে চলতি সপ্তাহে কমিশন বৈঠকে মুসা বিন শমসেরের নামে সম্পদের নোটিশ জারির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এ উপমহাদেশে শীর্ষস্থানীয় ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিচিত মুসার সুইস ব্যাংকে ‘সাত বিলিয়ন ডলার’ অর্থের অনুসন্ধান করতে গত বছর সিদ্ধান্ত নেয় দুদক। এ অর্থের অনুসন্ধান করতে গিয়ে আরো পাঁচ বিলিয়ন ডলারের তথ্য পায় দুদক।
দুদক সূত্রে জানা যায়, সুইচ ব্যাংকের অর্থ ছাড়াও গাজীপুর ও সাভারে মুসার নামে বিভিন্ন দাগে প্রায় একহাজার ২শ’ বিঘা সম্পত্তির তথ্য পাওয়া গেছে। অধিকাংশ সময় মুসা দেশের বাইরে থাকায় এ সব সম্পত্তির খাজনা পরিশোধ করে নামজারি করা সম্ভব হয়নি। তবে বর্তমানে তিনি জমিগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদন বিবেচনায় নিয়ে ২০১১ সালে প্রিন্স মুসার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ২০১৪ সালের ৩ নভেম্বর দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে একটি অনুসন্ধান টিম গঠন করে কমিশন। একই বছরের ১৮ ডিসেম্বর মুসাকে জিজ্ঞাসাবাদ করে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়