Tuesday, May 19

মুগদায় পুলিশের স্ত্রীর আত্মহত্যা


ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কনেস্টেবলের স্ত্রী আত্মহত্যা করেছেন। তার নাম শিল্পী মৈত্র (৩৬)। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে। মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জল হোসেন বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় দক্ষিণ মুগদার ১/৮ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে শিল্পীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটার সময় তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিল্পী মৈত্রর স্বামীর নাম দীপক মৈত্র। তিনি পুরান ঢাকার কোতয়ালী থানায় পুলিশ কনেস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। মৃতের গ্রামের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মির্জাপুর গ্রামে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়