Wednesday, May 20

জাফর ইকবালের পাশে থাকার ঘোষণা নাজমুলের


ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাসে নাজমুল লিখেন, “জাফর ইকবাল স্যারের পাশে ছিলাম, আছি, থাকবো।” সম্প্রতি এক অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস ড. জাফর ইকবালকে সিলেট বিদ্বেষী আখ্যায়িত করে বিষোদগার করেন। তিনি বলেন, তার ক্ষমতা থাকলে জাফর ইকবালকে ধরে এনে চাবুক মারতেন। সংসদ সদস্যের এমন বক্তব্যে দেশজুড়ে আলোচনা, সমালোচনার ঝড় ওঠে। তবে স্থানীয় আওয়ামী লীগ এমপি কয়েসের পক্ষ নিয়ে জাফর ইকবালের বিরুদ্ধে নগরীতে মিছিল বের করে। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটূক্তির অভিযোগও আনা হয় জাফর ইকবালের বিরুদ্ধে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়