Wednesday, May 20

উন্নয়নের কারণেই তিন সিটিতে আমাদের জয়


ঢাকা: দেশের ক্রমবর্ধমান উন্নয়নের কারণে তিন সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বুধবার বিকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন, দেশের সব খাতে উন্নয়ন হচ্ছে। একসময় দেশে পানি, বিদ্যুৎ, গ্যাসের কারণে নাগরিকদের দুর্ভোগের শিকার হতে হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব সমস্যার সমাধান হয়েছে। আর এ কারণেই তিন সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাদের উদ্দেশ্য বলবো, এ নির্বাচন ছিল সুষ্ঠু যাতে হয়নি কোনো জ্বালাও-পোড়াও। এমনকি ঘটেনি প্রাণহানির ঘটনা। বিএনপি যদি নির্বাচনে এজেন্ট দিতে না পারে তাহলে আমাদের(আওয়ামী লীগ) কী করার আছে। তাদের ব্যর্থতার কারণে চট্টগ্রামের মঞ্জুরুল আলম রাজনীতির মাঠ থেকে বিদায় নিয়েছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশ হয় ঘাটতির, আমরা ক্ষমতায় থাকলে হয় রপ্তানির। তারা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বারবার। কিন্তু ব্যর্থ হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমাদের মাথাপিচু আয় ১৩১৪ ডলার। আমরা এই বছর তিন লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করব। দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে নেবার চেষ্টা করছে। আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যের কারণে ভারতের রাজ্যসভা এবং লোকসভায় স্থলসীমা চুক্তি পাস হয়েছে। অতীতের কোনো সরকার যা পারেনি তিনি তা কূটনৈতিকভাবে সফল করছেন। তিনি একে একে বঙ্গবন্ধুর সকল স্বপ্ন পূরণ করছেন। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়