Wednesday, May 20

সালাহ উদ্দিনের পক্ষে লড়বেন আইনজীবী মহন্ত


ঢাকা: ভারতের শিলংয়ে গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পক্ষে অবৈধ অনুপ্রবেশের মামলায় লড়তে রাজ্য হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসপি মহন্তকে নিয়োগ দেয়া হয়েছে। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ মঙ্গলবার সন্ধ্যায় আইনজীবী মহন্তর সঙ্গে দেখা করে মামলার বিষয়ে দীর্ঘ সময় পরামর্শ করেন। বুধবার সকালে আবারও আইনজীবীর বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলে আসেন হাসিনা। তার সঙ্গে থাকা এক আত্মীয় জানান, উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে সিঙ্গাপুরে নিতে তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরুর চেষ্টা করছেন। অবশ্য অবৈধ অনুপ্রবেশের মামলা থাকার কথা জানিয়ে ভারতীয় পুলিশ বলেছে, সালাহ উদ্দিনের শিগগিরই মুক্তি পাওয়ার সম্ভাবনা কম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়