ঢাকা: রাজধানীর মতিঝিল থানার উত্তর কমলাপুর একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে আয়েশা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়েশা খাতুন তার পরিবারেরর সাথে কমলাপুর ৩৩/৩ নম্বর ভবনে বসবাস করতেন। ওই ভবনের পঞ্চম তলায় জানালার গ্রিল নেই। সন্ধ্যার দিকে কেউ বাসায় ছিল না। আয়েশা খাতুন জানাল দিয়ে কিভাবে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন ও আয়শার স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের স্বামী নাম আবদুল হান্নান। নিহত আয়েশা খাতুন দুই ছেলে সন্তান নিয়ে স্বামীর সঙ্গে ওই ভবনের পঞ্চম তলায় থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা।
ঘটনার সত্যতা স্বীকার করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়