নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী সহ ৩ জনকে অপরদিকে ভারতীয় ১৬০ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে সিএনজি অটোরিক্সা সহ গ্রেফতার করেছে। কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, এস.আই তাপস চন্দ্র রায়, এস.আই কামাল ও এ.এস.আই জগদীশ দাসের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার গাছবাড়ী বাজার সংলগ্ন নারাইনপুর আগফৌদ গেইটের সামনে থেকে গোলাপগঞ্জ উপজেলার মসফাপুর গ্রামের হিরন মিয়ার পুত্র সুরুজ মিয়া (২৭) কে ১৬০ বোতল ফেনসিডিল ভর্তি অটোরিক্সা সিলেটথ ১২-৮৩৬৩ গাড়ী সহ আটক করে পুলিশ। এছাড়া সোমবার রাতে উক্ত পুলিশের টহলটিম একই এলাকার নারাইনপুর গ্রামের আলিম উদ্দিনের পুত্র জি.আর- ৫৩/১৩ মামলার পলাতক আসামী আব্দুল আহাদ কালা (২৫) ও পৌর সভার দলই মাটি গ্রামের মোবারক আলীর পুত্র জি.আর ৪৮/১৫ মামলার আসামী সাইফুল আলম (২৬) কে গ্রেফতার করে। এছাড়া গতকাল মঙ্গলবার থানার এস.আই রাশেদুল আলম খাঁন উপজেলার হালাবাদী ৪র্থ খন্ড গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী গ্রামের মৃত বরকত উল্লার পুত্র শহিদ আহমদ (৩৭) কে গ্রেফতার করেছেন। সে জি.আর ২০২/০৬ হত্যা মামলার পলাতক আসামী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়