Wednesday, May 20

আগে চিকিৎসা, পরে অন্য কিছু


কানাইঘাট নিউজ ডেস্ক: বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন দাবি করে তার স্ত্রী হাসিনা আহমদ বলেছেন, “আগে চিকিৎসা। পরে অন্যকিছু।” বুধবার সকালে শিলং সিভিল হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে হাসিনা আহমদ তার স্বামীর সঙ্গে দেখা করেন। প্রায় ৪০ মিনিট পর হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। হাসিনা আহমদ বলেন, “সালাহ উদ্দিনের চিকিৎসা আপাতত এ হাসপাতালেই আরো ভালভাবে করার ব্যাপারে চেষ্টা করছি। এরপর তিনি কিছুটা সুস্থ হয়ে চলাফেরা করতে পারলে তৃতীয় কোনো দেশে নিয়ে চিকিৎসার ব্যাপারে আইনী প্রচেষ্টা শুরু করা হবে। তিনি আরো জানান, আগে চিকিৎসা এরপর আইনি লড়াইয়ের কথা ভাবছি। এজন্য আমরা আগে চিকিৎসার বিষয়টি দেখে পরে অন্যকিছু ভাববো। এদিকে শিলং হাসপাতালের চিকিৎসক ডি জে গোস্বামী জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমদের কিডনি জটিলতার পাশাপাশি চর্ম রোগের সমস্যা রয়েছে যা বেশ জটিল মনে হচ্ছে। এজন্যে তার সুস্থ হতে আরো কিছুটা সময় লাগতে পারে। হৃদরোগ এবং কিডনি সমস্যাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় শিলং-এর সিভিল হাসপাতালে সালাহ উদ্দিন আহমেদের চিকিৎসা চলছে। ১১ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ৬৩ দিন পর গত সপ্তাহে তাকে ‘উদভ্রান্ত’ অবস্থায় শিলং গলফ ক্লাবের কাছে পাওয়া যায়। তবে কিভাবে তিনি শিলং এসেছেন তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়