Tuesday, May 26

কানাইঘাটে কাবিখার চাল আত্মসাত, মারামারি!থানায় মামলা রেকর্ড



মো: মাহতাব আহমদ(সেলিম)
: কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর বড়কান্দি পূর্ব জামে মসজিদের সংস্কারের জন্য সিলেট-৫ আসনের এমপি আলহাজ্ব সেলিম উদ্দিন কর্তৃক কাবিখা প্রজেক্ট থেকে বরাদ্ধকৃত ৬ টন চাউলের টাকা আত্মসাতের কেলেংকারী নিয়ে সংঘর্ষে আম্বিয়া (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। থানার মামলা নং- ০৭ তাং- ১৬/০৫/১৫ইং। জানা যায়, নিজ চাউরা উত্তর বড়কান্দি জামে মসজিদের সংস্কার ও সোলারের জন্য স্থানীয় এমপি সেলিম উদ্দিন কয়েক মাস পূর্বে কাবিখা প্রজেক্ট থেকে ৮টন চাউল বরাদ্ধ দেন। সম্প্রতি উক্ত চাউলের ডিও লেটার উত্তোলন করে চাউল বিক্রির টাকা প্রজেক্ট কমিটির সভাপতি বড়কান্দি গ্রামের আলা উদ্দিন বরই আত্মসাত করেছেন এমন অভিযোগ এনে গত ১৫ মে বড়কান্দি জামে মসজিদে জুম্মার নামাজের পর একই গ্রামের আমির আলীর পুত্র প্রজেক্ট কমিটির সদস্য আম্বিয়া (৩৫) এর সাথে আলা উদ্দিন বরইর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ঐ দিন রাত ১০টার দিকে আম্বিয়া স্থানীয় সুরাইঘাট বাজারে গেলে আলা উদ্দিন বরই ও তার দুই পুত্র তাকে মেঘ লাইট দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখম করে। গুরুতর আহত আম্বিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসকগণ সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় প্রজেক্ট কমিটির সেক্রেটারী নিজ উচারা উত্তর বড়কান্দি গ্রামের মৃত বশির আহমদের পুত্র শরিফ উদ্দিন (২৬) বাদী হয়ে মসজিদের সংস্কারের জন্য বরাদ্ধকৃত কাবিখা চাউলের টাকা আত্মসাত এবং আম্বিয়াকে গুরুতর জখমের ঘটনায় থানায় আলা উদ্দিন বরই (৫২) তার পুত্র হুমায়ুন রশিদ (২২), ইমরান আহমদ (২০) কে আসামী করে অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত পূর্বক মামলাটি এফআইআর করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়