Tuesday, May 26

সিলেটে স্থাপন হচ্ছে ১১টি ফায়ার স্টেশন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটে আরও ১১টি নতুন ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে নগরীতে চার ও উপজেলায় হবে সাতটি স্টেশন। বর্তমানে পাঁচটি ফায়ার সার্ভিস পুরো জেলার সেবা দিতে হিমশিম খাওয়া জরুরি ভিত্তিতে এই ১১টি স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এরমধ্যে তিনটির নির্মাণ কাজ চলছে। বাকি ৮টি পরিকল্পনা ও জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় রয়েছে। সিলেট ফায়ার সার্ভিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সিলেট ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখন উদ্বোধনের অপেক্ষায় আছে ফেঞ্জুগঞ্জ উপজেলার ফায়ার স্টেশন। এছাড়া বটেশ্বর সেনানিবাস, জৈন্তাপুর দু’টি ফায়ার স্টেশন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এছাড়া, নগরীর আম্বরখান, মদীনা মার্কেট, শিবগঞ্জ ও শাহজালাল উপশরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর অন্য উপজেলার মধ্যে বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাটে ফায়ার স্টেশনের জন্যে জমি অধিগহণ প্রক্রিয়া শুরু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগে বর্তমানে ১৬টি ফায়ার স্টেশন চালু রয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৫টি। সেগুলো হলো, নগরীর তালতলায় অবস্থিত কেন্দ্রীয় ফায়ার স্টেশন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও জকিগঞ্জ স্টেশন। সিলেটের ৬টি মেট্রোপলিটন থানার দুর্যোগ মোকাবেলায় প্রথম দুটি স্টেশনই ভরসা। এই দুটি ফায়ার স্টেশনই নগরীর প্রায় ৫০ হাজার ভবনের অগ্নি নির্বাপণে একমাত্র ভরসা। অভিযোগ রয়েছে, দিনে দিনে বহুতল ভবন নির্মাণ বেড়ে চলায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্টেশন দুটি। নগরীতে আরও কয়েকটি ফায়ার স্টেশন নির্মাণ অপরিহার্য হয়ে উঠে। এমন প্রেক্ষাপটেই ২০১০ সালে নগরীর আম্বরখান, মদীনা মার্কেট, শিবগঞ্জ ও শাহজালাল উপশরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে। সে ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু জানায়নি মন্ত্রণালয়। তবে, ইতোমধ্যে তিনটি উপজেলায় নির্মাণ কাজ শুরু ছাড়াও ৪টিতে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। সূত্র জানিয়েছে, নানাবিধ সমস্যায় সিলেট ফায়ার সার্ভিস। এখানে প্রথম শ্রেণীর ফায়ার স্টেশন একটি। সিলেট ফায়ার সার্ভিসই বিভাগের একমাত্র প্রথম শ্রেণীর স্টেশন। এছাড়া আর সবকটি স্টেশনই দ্বিতীয় শ্রেণীর। এগুলোর সবক’টি স্টেশনেরই গাড়ির সংখ্যাও দু’তিনটি করে। বড়ধরণের দুর্ঘটনা ঘটলে নির্ভর করতে হয় সিলেট ফায়ার সার্ভিসের উপর। সিলেট ফায়ার সার্ভিসের ৮টি গাড়ির বিভাগের দুর্যোগ মোকাবেলায় একমাত্র ভরসা। সংশ্লিষ্টদের মতে, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয় সবচে বেশি ও দ্রুত সময়ে। আগুন লেগে গেলে মুহূর্তে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। তালতলাস্থ সিলেট ফায়ার স্টেশনের পর ২০০৬ সালে দক্ষিণ সুরমা ফায়ার স্টেশন স্থাপন করা হযেছিলো। এর সক্ষমতাও খুব দুর্বল। মাত্র তিনটি গাড়িই এই স্টেশনের মূল সহায়। ফলে তালতলাস্থ ফায়ার স্টেশনই একমাত্র ভরসা। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ড্রিফেন্স এর সহকারী পরিচালক শহিদুর রহমান বলেছেন, আমরা চেষ্টা করছি অগ্নিকা- ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। এক্ষেত্রে সেবা বাড়ানোটাই বড় চ্যালেঞ্জ। এই লক্ষে বটেশ্বর সেনানিবাস, জৈন্তাপুরে ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে। উদ্বোধনের অপেক্ষায় আছে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন। এছাড়া জমি অধিগ্রহণ করা হচ্ছে বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ফায়ার স্টেশনের জন্যে। পরিকল্পনায় রয়েছে, নগরীর আম্বরখান, মদীনা মার্কেট, শিবগঞ্জ ও শাহজালাল উপশরে ফায়ার সার্ভিস স্টেশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়