কানাইঘাট নিউজ ডেস্ক:
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবায় গ্রামীণ জনগণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করতে দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করবেন। পরে কমিউনিটি ক্লিনিকের তথ্যসংবলিত গাড়ি বা সিসি শুভেচ্ছা দূত ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার জেলার উদ্দেশে যাত্রা করবে। আগামীকাল বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা থেকে ৪১ দিনব্যাপী এ কার্যক্রম শুরু হবে। যা ৩০ জুন শেষ হবে। ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ এই স্লোগানে দেশব্যাপী এ প্রচারণা চলবে। ১২টি ফিল্ড অ্যাক্টিভেশন ইউনিট (কমিউনিটি ক্লিনিকের তথ্যসংবলিত গাড়ি)-এর মাধ্যমে প্রতি উপজেলায় কমপক্ষে ২টি স্থানে প্রজেক্টরের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের সেবা ও জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরে নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস কলের ভিডিও, সচেতনতামূলক গান, নাটক, পিএসএ বা টিভি স্পট, গম্ভিরা গান, ডকুমেন্টারি ইত্যাদি প্রদর্শন করা হবে।প্রকল্প সূত্র জানায়, প্রতিদিন গড়ে ২৪টি করে আগামী ৩০ জুন পর্যন্ত সারাদেশে ৪৮২টি উপজেলায় ৯৮৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের তথ্যসংবলিত গাড়ি পথে পথে সচেতনতামূলক গান প্রচার করবে এবং কমিউনিটি ক্লিনিকের তথ্যসংবলিত ১৫ লাখ (রঙ্গিন) মুদ্রিত লিফলেট বিতরণ করবে। স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের সবচেয়ে সফল প্রকল্প হিসেবে পরিচিত কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রধানমন্ত্রীর তাগিদ ছিল গ্রামীণ জনগণকে কমিউনিটি ক্লিনিকের সেবা সম্পর্কে জানানোর। যাতে গ্রামীণ, সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে নারী ও শিশুরা এর সেবার আওতায় আসে এবং মাতৃ ও শিশুমৃত্যু উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। এরই ধারাবাহিকতায় এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানান কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ডা. মাখদুমা নার্গিস। তিনি জানান, ইতোমধ্যে সারা দেশে ১৩ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিদিন গড়ে ৪০ জন সেবাগ্রহীতা বিভিন্ন মৌলিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এ প্রচারণা কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশনের প্রধান নির্বাহী সৈয়দ আওলাদ বলেন, প্রান্তিক মানুষের কাছে কমিউনিটি ক্লিনিকের সার্বিক সেবার বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ কার্যক্রম। তিনি জানান, কমিউনিটি ক্লিনিকের তথ্যসংবলিত গাড়িগুলো ২১ মে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে শুরু করে সিলেট বিভাগের সকল উপজেলা হয়ে পর্যায়ক্রমে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সব উপজেলা হয়ে আগামী ৩০ জুন টেকনাফে গিয়ে শেষ করবে। সৈয়দ আওলাদ বলেন, প্রচার-প্রচারণার ধারাবাহিকতায় আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা আরো বৃদ্ধির লক্ষ্যে এবং টেলিভিশন সম্প্রচারের বাইরে থাকা গ্রামীণ জনগোষ্ঠীকে সেবার তথ্য পৌঁছে দিতে দেশব্যাপী এই ক্যাম্পেইন (উদ্বুদ্ধকরণ ভিডিও প্রদর্শনী)-এর আয়োজন করা হয়েছে।
-----দৈনিক ইনকিলাব,২০১৫-০৫-২০।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়