Wednesday, May 13

বাজে আচরণ করায় হিগুয়াইনের শাস্তি


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রতিপক্ষের গোলরক্ষককে অপমান করায় জরিমানা গুনতে হচ্ছে ন্যাপোলির স্ট্রাইকার গনসালো হিগুয়াইনকে। সিরি আর একটি ম্যাচে পার্মার গোলরক্ষকের সঙ্গে ঝগড়ায় জড়ানোর শাস্তি হিসেবে ১১ হাজার ডলার জরিমানা হয়েছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। আর ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় চিৎকার করার কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ। গত রোববার ২-২ গোলে ড্র হওয়া পার্মা-নাপোলি ঘটনাবহুল ম্যাচটিতে হিগুয়াইন প্রতিপক্ষের গোলরক্ষক আন্তোনিও মিরান্তেকে অপমান করেছিলেন বলে অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে তাকে শাস্তি দেয় ইতালির ফুটবল ফেডারেশন। ৬০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার চতুর্থ স্থানে আছে ন্যাপোলি। আর তালিকার তলানিতে থাকা পার্মার পয়েন্ট ১৭। এরই মধ্যে ইতালির শীর্ষ এই লিগের শিরোপা নিশ্চিত করেছে ইউভেন্তুস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়