Wednesday, May 13

পল্লবীতে বাসায় ঢুকে মামা-ভাগনিকে কুপিয়ে হত্যা


ঢাকা: রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানান। নিহত সুইটি খাতুনের (২৪) স্বামী জাহিদ হোসেন ডেসকোর একজন প্রকৌশলী। আর নিহত আমিনুল ইসলাম (৪৪) জাহিদের মামা। জাহিদের বন্ধু সুমন জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাড়ির সামনে এসে আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে ঢোকে। “সুইটি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ‍শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়।” এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সুমন। পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, ওই বাড়িটি জাহিদের। তার মামা সেখানে বেড়াতে এসেছিলেন। চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানান সুমন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়