আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক বিমান হামলায় ইরাক ভিত্তিক ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর উপপ্রধান আব্দুর রহমান মোস্তফা মাহমুদ (যিনি আবু আলা আল আফরি নামেও পরিচিত) নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল তাহসিন ইব্রাহিম বলেন, ‘হামলার সময় নিহত জঙ্গি নেতা তা’ল আফারের একটি মসজিদে নামাজ পড়ছিলেন।’
মসজিদে বসে তিনি আরো ডজনখানেক জঙ্গির সাথে বৈঠক করছিলেন বলে জানান জেনারেল তাহসিন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকটি অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়, আফরি সাময়িকভাবে আইএস এর সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন।
ইরাকি নিরাপত্তা সূত্রগুলো দাবি করছে, গত মার্চে উত্তর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর এক বিমান হামলায় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি গুরুতর আহত হয়ে সংগঠনের নেতৃত্ব দানে অক্ষম হয়ে পড়েছেন। এরপর আফরিকে জঙ্গি সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আফরির অবস্থানের ব্যাপারে তথ্য সরবরাহের বিনিমিয়ে ৭০ লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করে। এর আগে যুক্তরাষ্ট্র শুধু এটুকু জানতে পেরেছিল যে তার নাম হচ্ছে, আব্দুর রহমান মোস্তফা আল কাদুলি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়