Tuesday, April 21

আমার প্রাণনাশের জন্যই গুলি চালানো হয়েছিল


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “আমার প্রাণনাশের জন্য কারওয়ান বাজারে গুলি চালানো হয়েছিল। গাড়িতে এখনও গুলির দাগ আছে।” মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মির্জা আব্বাসের পক্ষে প্রচার চালানোর সময় তিনি দক্ষিণের জনগণকে ভোট বিপ্লব করে ডাকাত সরকারের নির্যাতনের জবাব দেয়ার আহ্বান জানান। টানা চতুর্থ দিনের মতো ঢাকা সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে প্রচার চালান খালেদা জিয়া। প্রচার চালানোর উদ্দেশে বিকাল চারটার পরে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে বারিধারা, বাড্ডা হয়ে শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগরে টুইন টাওয়ারের সামনে বক্তব্য দেন। সোমবার সন্ধ্যায় ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় কারওয়ানবাজারে তার গাড়িবহরে হামলা হয়। এসময় বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে সরকার সমর্থকরা। খালেদা জিয়াকে বহনকারী গাড়িরও গ্লাস ফেটে যায়। গাড়ি বহরে হামলা হওয়া সত্ত্বেও মতো সিটি নির্বাচনে নিজ দল সমর্থিত প্রার্থীর পক্ষে মাঠে নামেন খালেদা জিয়া। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে খালেদা জিয়া বলেন, “এই সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা মামলা দিচ্ছে এর জবাব আপনারা ভোটের মাধ্যমে দেবেন। তিনি বলেন, মির্জা আব্বাসকে ঘর থেকে বের হতে দিচ্ছে না সরকার। মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। নির্বাচনের প্রচারে নামতে দিচ্ছে না পুলিশ। এসব কিছুর জবাব ভোটে ব্যালটের মাধ্যমে দিতে হবে। খালেদা জিয়া অভিযোগ করে বলেন, “গুম, খুন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। সরকার ইলিয়াস আলী, সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে কিন্তু এখনো তাদের কোনো খবর নেই।” আশুলিয়ায় দিনেদুপুরে ব্যাংক ডাকাতির ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এরা কারা। এরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের গুন্ডা।” বর্ষবরণের দিনে টিএসসিতে নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, “নারী নির্যাতন বন্ধ করতে হলে বিএনপি প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।” মগ মার্কায় আব্বাসকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “আপনারা গুন্ডার শহর নাকি শান্তির শহর চান। যদি শান্তির শহর চান তাহলে মির্জা আব্বাসকে ভোট দিন।” সোমবার খালেদা জিয়ার গাড়িবহরে পুলিশি প্রটেকশন না থাকলেও আজ পুলিশের একটি ভ্যান ছিল। এসময় তার সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের শিরীন সুলতানাসহ ব্যক্তিগত কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়