Tuesday, April 21

ইসির সব সিদ্ধান্তকে স্বাগত জানাবে আ.লীগ


ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নেয়া সব সিদ্ধান্তকে স্বাগত জানাবে সরকারি দল আওয়ামী লীগ। আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী ও এনামুল হক শামীম উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে অপতৎপরতার মাধ্যমে সিটি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট না করতে পারে, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “নির্বাচন কমিশনকে আমরা বহু আগে থেকেই বেগম খালেদা জিয়ার এই অপতৎপরতা সম্পর্কে সভা-সমিতির মাধ্যমে সতর্ক করেছিলাম। তাই নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো সিটি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ যাতে বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার নামে অপতৎপরতার মাধ্যমে নষ্ট না হয়, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।” হাছান মাহমুদ বলেন, “প্রকৃতপক্ষে বেগম খালেদা জিয়া বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও পানি ঘোলা করে সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। গতকালের ঘটনা সেই অপচেষ্টারই অংশ। কারণ তিনি বুঝতে পেরেছেন সিটি নির্বাচনে তার সমর্থিত প্রার্থীরা পরাজিত হবেন। বেগম খালেদা জিয়া গুলশান অফিসে নিজেকে অবরুদ্ধ করে রেখে যেমন নাটক সাজিয়েছিলেন, এ ঘটনাও ভিন্ন আরেকটি নাটক।” আওয়ামী লীগের এই নেতা বলেন, “গত তিন মাসের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া দিনের পর দিন হরতাল এবং অবরোধ ডেকে ঢাকাসহ সমগ্র দেশের মানুষকে অবরুদ্ধ করে রাখার অপচেষ্টা চালিয়েছেন। কয়েক হাজার মানুষ পেট্রলবোমা ও বোমার আঘাতে আহত হয়েছেন। দেশের জনগণ তার এই সমস্ত জনবিরোধী জঙ্গি কর্মকাণ্ডের জন্য তার ওপর বিক্ষুব্ধ। খালেদা জিয়া সহিংসতার মাধ্যমে সরকারের পতন ঘটাতে না পেরে এখন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন।” তিনি বলেন, “গতকাল বেগম খালেদা জিয়া পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করেই প্রচারণায় বের হয়েছিলেন। কারওয়ানবাজারে গেলে সেখানে যখন জনগণ বিক্ষোভ প্রদর্শন করে তখন তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফ-এর সদস্যরা হঠাৎ গুলি বর্ষণ করে। এতেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।”

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়