ঢাকা: রাজধানীর কমলাপুরের আইসিডি কাস্টমস হাউজে অভিযান চালিয়ে একটি কন্টেইনার থেকে ৭০০সিসি ৭০টি অবৈধ মোটর সাইকেল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার দুপুরে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার জানান, বাংলাদেশে সাধারণ নাগরিকদের ১৫০ সিসির উপরে মোটরসাইকেল চালানোর বৈধতা নেই। তাই অবৈধ উদ্দেশ্যে এসব আনা হতে পারে বলে জব্দ করা হয়েছে। বুয়েটের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত মোটরসাইকেলের মোট মূল্য আনুমানিক সাত কোটি টাকা। বলাকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে মোটরসাইকেলগুলো আমদানি করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়