Friday, April 3

চড়িপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট চড়িপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গর্ভণিং বডির এক সভা গত বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা গর্ভণিং বডির নব নির্বাচিত সভাপতি সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান জেলা আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওঃ শরিফ উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন গভর্ণিং বডির সদস্য এবাদুর রহমান মেম্বার, আব্দুল লতিফ লতাই, মাওঃ সালেহ আহমদ, মাওঃ আলী আহমদ, শিক্ষক প্রতিনিধি আ.ক.ম ফয়জুল হক, দাতা সদস্য কবির উদ্দিন। সভায় সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান সমাজসেবী হাজী ইফজালুর রহমানকে মাদ্রাসার গভর্ণিং বডির শিক্ষানুরাগী সদস্য মনোনীত করা হয়। সভায় গভর্ণিং বডির সভাপতি মস্তাক আহমদ পলাশ বলেন, উপমহাদেশের অন্যতম বিশিষ্ট আলেমেদ্বীন চড়িপাড়ী হুজুরের প্রতিষ্ঠিত প্রাচীণতম এ ইসলামী বিদ্যাপীটের ঐতিহ্য ফিরিয়ে আনতে শিার সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও গভর্ণিং বডির সদস্যদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যোগপযোগী করার জন্য বিভিন্ন শিক্ষা ও উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহণ করেছেন। শীঘ্রই রহিমিয়া আলিম মাদ্রাসায় একটি একাডেমীক ভবনের উদ্বোধন করা হবে বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়