Friday, April 3

সাংস্কৃতিক কর্মী আনিসুল আলমের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের প্রিয় মুখ শিক্ষানুরাগী আনিছুল আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, সাবেক সংসদ আব্দুল কাহির চৌধুরী, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুন,উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, জৈন্তিয়া ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সভাপতি কানাইঘাট পৌর আ’লীগের জামাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাতবাঁক ইউপি চেয়ারম্যান শিক্ষাবিদ ফয়জুল ইসলাম, বর্তমান সভাপতি কলামিষ্টর মাষ্টার মহিউদ্দিন, সেক্রেটারী প্রভাষক আহমদ হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ জার উল্লাহ, সচিব ফজলুর রহমান, চড়িপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, বাণীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, সাংস্কৃতিক কর্মী বাবু সুদীপ্ত কুমার চক্রবর্তী, ডাঃ মানিক লাল দাস, মোস্তফা-হক চৌধূরী ট্রাস্টের চেয়ারম্যান আর.কে.এম মোস্তাক চৌধূরী,সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ চৌধূরী,কানাইঘাট বাউল বহুমুখী শিল্পী সমবায় সমিতির সভাপতি বাউল শিল্পী দেওয়ান কালা মিয়া প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়