Friday, April 3

নভেম্বরে বাংলাদেশে চার চাতি ক্রিকেট


কানাইঘাট নিউজ ডেস্ক: নভেম্বরে চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। দলগুলো হলো- পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে এবং স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে বিষয়টা জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড বিশ্বকাপের সময় চার দেশের বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। এ ব্যাপারে ইতিবাচক সাড়াও পাওয়া গেছে তাদের কাছ থেকে। পাপন বলেন,‘ অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ড থাকাকালে আমি বোর্ডগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। আশা করি নভেম্বরে আমরা চার জাতি টুর্নামেন্ট আয়োজন করতে পারব।’ তবে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত কিছু জানাননি পাপন। সামনের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করা হবে জানান। দুই ম্যাচের টেস্ট, তিনটি একদিনের এবং একটি টি-টোয়েন্টি খেলতে ১৩ এপ্রিল ঢাকা আসছে পাকিস্তান ক্রিকেট দল। এরপর দক্ষিণ আফ্রিকা এবং ভারতের আসার কথা টেস্ট সিরিজ খেলতে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়