ইসলাম ডেস্ক:
ইসলাম আমাদের যেসব কাজ করার কথা বলেছে এর কয়েকটি ধরন আছে। সবক’টির স্তর সমান নয়। যেমন ফরজ ও ওয়াজিব আমলের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। আর তা করা অবশ্য কর্তব্য, না করলে কবিরা গুনাহ হবে। ফিকাহর কিতাবের পরিভাষায় সুন্নত ও মুস্তাহাব উভয় ধরনকে নফলের মধ্যে শামিল করা হয়। নফল অর্থ অতিরিক্ত। অর্থাৎ তা ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত। একে ফরজ ও ওয়াজিবের পরিপূরক হিসেবে গণ্য করা হয়ে থাকে। সুন্নত হলো এমন কাজ, যার পেছনে অকাট্য নয় এমন দলিল বিদ্যমান। রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম (রা.) থেকে এর প্রতি আমলের ক্ষেত্রে গুরুত্বারোপ পাওয়া যায়।
রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের (রা.) যুগে আমলের এমন শ্রেণীবিন্যাস ছিল না। তারা আমাদের সময়ের করণীয় এ চার শ্রেণীর আমল তথা ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাবকে সমান গুরুত্ব সহকারে আদায় করতেন। ইমামদের সর্বসম্মত মত হলো, কোনো নফল কাজ শুরু করলে তা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। কোনো কারণে ওই নফল কাজ ভঙ্গ হলে ফের কাজা করাও ওয়াজিব থেকে যায়। তাই নফল কাজটি করা বা না করা ইচ্ছাধীন হলেও একবার করতে শুরু করলে তার মধ্যে আর ফরজ-ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তদুপরি কোনো নফল কাজ পারতপক্ষে তরক না করা উচিত। কেননা যেমনি এটা ফরজের পরিপূরক, তেমনি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের সোপান।
নফল ইবাদতের বেশি দরকার হবে কেয়ামতের দিন, হাশরের ময়দানে। যেদিন ফরজ ইবাদতের ত্রুটির কারণে বান্দা আটকে যাবে, তখন তার নফল ইবাদতগুলো সহায়ক ভূমিকা পালন করবে। দৈনন্দিন এমন অনেক নফল আমল আছে, যা অতি সহজেই করা যায় আবার এর সওয়াবও বেশি। যেমন সবসময় মনে মনে জিকির করতে থাকা, মাসনুন দোয়াগুলো রপ্ত করে নেয়া এবং প্রয়োজনীয় সময় পাঠ করা; সব কাজের আগে আল্লাহর সাহায্য প্রার্থনা করা; যে কোনো কাজে নিয়তকে পরিশুদ্ধ করা; এমনকি একজন মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত। নফল ইবাদত কোনো সময় ধরে করতে হয় না। আল্লাহর কাছে কোন ইবাদতটি কবুল হয়ে যাবে বলা যায় না। যে কোনো ইবাদতের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন।
Monday, April 6
এ সম্পর্কিত আরও খবর
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে খেলবে খুলুরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়নিজস্ব প্রতিবেদক :বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর বিভাগীয় পর্যায়ের ফ
সূরা আরাফে শয়তানের অভিশপ্ত হওয়ার বর্ণনা শয়তানের সঙ্গে মানুষের শত্রুতার সূচনা সৃষ্টির শুরু থেকে। আল্লাহ তায়ালা যখন মানুষ অর্থাৎ আদিপিত
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে ল্যাপটপের
আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক যে কারণে আবশ্যক সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ তায়ালা। যিনি মানুষকে মায়ের এক অন্ধ
পবিত্র কুরআন যাদের জন্য সুপারিশ করবেহাফিজ মাছুম আহমদ দুধরচকী:নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা‘দ। পবিত্র কুরআন আমাদে
জেনে নিন নেটওয়ার্কিং এর আদ্যোপান্ত বর্তমান পৃথিবীতে যে পেশাগুলো মানুষের পছন্দের তালিকার শীর্ষস্থান দখল করে রয়েছে সেগুলোর মধ্যে নেট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়