কানাইঘাট নিউজ ডেস্ক: কিশোর বয়সের এক ছাত্রকে নিজের যৌন উত্তেজক নানা ধরনের ছবি পাঠিয়ে তাকে যৌনতায় প্রলুদ্ধ করার দায়ে অভিযুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শিক্ষিকাকে।
কিশোরের সঙ্গে একাধিক দিন ঐ শিক্ষিকা যৌনকর্মেও লিপ্ত হন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার অধিবাসী ও সাবেক এই শিক্ষিকাকে এই দুষ্কর্মের জন্য অভিযুক্ত করে ৩০ দিনের কারাদন্ড দিয়েছে। একই সঙ্গে আদালত তাকে ”ড্যাংলিং ক্যান্ডি” বলে অভিহিত করেছে।
৩৫ বছর বয়স্ক ইরিকা এন জিনিটি নামের এই শিক্ষিকাকে গত জানুয়ারি মাসে লোয়ার মোরল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। জিনিটি ঐ ছেলেটিকে নিজের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ছবি ও ভিডিও দেখিয়ে যৌন কর্মে লিপ্ত হয়ে প্রলুদ্ধ করতো।
এর আগে ভুক্তভোগী ঐ ছেলেটি ঐ সব ছবি ও ভিডিও তার বন্ধুদেরকেও দেখায়। আদালত জানায়, ছবিগুলোতে জিনিটিকে শুধুমাত্র বিকিনি অথবা অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখা গেছে।
অপর একটি ভিডিওতে তাকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়। যা যৌন হয়রানির পর্যায়ে পড়ে। ২০১৩ সালের জুলাই মাস থেকে তারা নিয়মিত যৌন কর্মে মিলিত হত। এরমধ্যে তারা একবার একটি শিল্প পার্কের পাশে জিনিটি’র গাড়িতে যৌনকর্মে মিলিত হন।
জিনিটি গতবছর যৌন হয়রানি ও যৌন উত্তেজক বিভিন্ন সামগ্রী সরবরাহের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। জিনিটি’র এই অপরাধের কারনে তাকে ৭ থেকে ১৪ বছরের জেল দেবার কথা থাকলেও বিচারক তাকে মাত্র ৩০ দিনের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, জিনিটিকে এক যৌন অপরাধী হিসাবে অন্তর্ভুক্ত করা হবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়