ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ:
সামনে আইপএলের ব্যস্ত সময়। তার আগেই জীনবনের নতুন ইনিংসটা শুরু করতে যাচ্ছেন ভারতীয় ব্যাটিং তারকা সুরেশ রায়না।আজ রাতে ছোটবেলার বান্ধবী প্রিয়ঙ্কা চৌধুরির সঙ্গে বিয়ের পিড়িতে বসছেন এ ড্যাসিয় ব্যাটসম্যান।
কাল (বহস্পতিবার) প্রিয়ঙ্কার সঙ্গে আংটি বদল সেরে ফেলেন আঠাশ বছরের রায়না। সেই অনুষ্ঠান উপলক্ষেই দিল্লিতে থাকা অনুষ্কা শর্মাকে এ দিন হাত ধরাধরি করে বিরাটের সঙ্গে ঘুরতে দেখা গেছে প্রকাশ্য রাজপথে। ভারতীয় সহ-অধিনায়ক ও তাঁর বান্ধবীকে নাকি দারুণ খুশি দেখাচ্ছিল। রায়না জীবনের নতুন ইনিংস শুরু উপলক্ষে তাঁর অনুষ্ঠানে বিরাট কোহলির সঙ্গে হাজির যে অনুষ্কা শর্মাও!
বিয়ের অনুষ্ঠনে আমন্ত্রিত গোটা ভারতীয় দলই। সঙ্গে থাকার কথা রাজধানীর রাজনৈতিক মহলের বেশ কয়েক জন বড় নামের। তবে রায়না যাঁর অন্যতম প্রিয়বন্ধু বলে পরিচিত, সেই ভারত অধিনায়ক এবং ক’দিন আগে মেয়ের বাবা হওয়া মহেন্দ্র সিংহ ধোনি বিয়েতে থাকছেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, রায়না ও প্রিয়ঙ্কার মায়েরা বহুদিনের বন্ধু। সেই সুবাদেই ছোটবেলায় রায়নার সঙ্গে প্রিয়ঙ্কার পরিচয়। প্রেম এবং অবশেষে পরিণয়। নেদারল্যান্ডসে কর্মরত প্রিয়ঙ্কা। যাঁর সঙ্গে নিজের সম্পকর্টা এতদিন প্রচারের আড়ালেই রেখেছিলেন রায়না। কিন্তু অভিনেত্রী শ্রুতি হাসান ও তাঁর বন্ধুত্ব নিয়ে জলঘোলা শুরু হওয়ায় খোলামেলা জানিয়ে দেন, প্রিয়ঙ্কার সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন বিশ্বকাপ খেলে ফিরেই।
তবে হাতে বেশি সময় কই? আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা রায়না। আর টুনার্মেন্ট শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। তাই প্রথমে ঠিক ছিল বুধবার সকালে আংটি বদল আর রাতে বিয়ে হবে। তবে শেষ পর্যন্ত আটচল্লিশ ঘণ্টা পিছোল বিয়ে। তবু নতুন বরকে বিয়ের পাঁচ দিনের মাথাতেই আবার নেমে পড়তে হবে মাঠে!
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়