Tuesday, April 21

ইয়েমেন থেকে ফিরলেন আরও ১৩৬ বাংলাদেশি


ঢাকা: ইয়েমেনের হোদেইদায় আটকে পড়া আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এছাড়া ইন্টারন্যাশনাল মাইগ্রেড অরগানাইজেশনের পক্ষ থেকে প্রতিজনকে এক হাজার করে টাকা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের খাবার পরিবেশন করা হয়। গত ১৫ এপ্রিল এই বাংলাদেশিরা ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে করে ইয়েমেনের হোদেইদায় আসেন। দেশে ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে পাঁচজন নারী এবং চারজন শিশু রয়েছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে গত রবিবার আরও ২৯ জন বাংলাদেশিকে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ভারতের কৈরালা রাজ্য থেকে ৩৩৭ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছে। তারা যুদ্ধরত ইয়েমেন থেকে এখানে পৌঁছেছিল। ভারত এবং বাংলাদেশি নাগরিকদের নিয়ে দুটি ভারতীয় জাহাজ গত ১২ এপ্রিল জিবুতি ছেড়ে আসে। ইয়েমেনে সংকট সৃষ্টির পর সেদেশে অবস্থানকারী বাংলাদেশিরা গত মাসে জিবুতিতে আশ্রয় নেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়