নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি মোঃ জার উল্লার সভাপতিত্বে ও সচিব মাষ্টার ফজলুর রহমানের পরিচালনায় স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব ও চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বীরদল এন.এম একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিব্বির আহমদ,বড় চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল আহমদ,পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া সহ উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। এছাড়া শিক্ষক সমিতির উদ্যোগে দিবসের সূচনা লগ্নে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়