Friday, March 27

মেয়রের মনোনয়ন জমা দিলেন তানভীরপুত্র


ঢাকা: আসন্ন ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইরাদ আহমেদ সিদ্দিকী। তিনি বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার ইরাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দিন ঢাকার দুই সিটি মিলে মেয়র প্রার্থীদের মধ্যে একমাত্র তিনিই মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে ইরাদের পক্ষে তানভীর সিদ্দিকী নিজেই গত শনিবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিএনপির স্থায়ী কমিটির সাবেক এই সদস্য ওইদিন বলেছিলেন, আমার ছেলে উত্তরে প্রার্থী হবে। কোনো দলের সমর্থনে নয়, স্বতন্ত্র হিসেবে থাকবে। আমার সঙ্গেও দলের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ইরাদের অভিযোগের জের ধরে ২০১২ সালে দল থেকে বহিষ্কৃত হন তানভীর সিদ্দিকী। তিনি গাজীপুরের সাংসদ ছিলেন। তানভীরপুত্রের অভিযোগ ছিল, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন দেওয়ার বিনিময়ে খালেদা জিয়া তার কাছে অর্থ দাবি করেছেন। ওই সময়ে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে স্থগিত হয়ে যায়। ইরাদ ওই স্থগিত নির্বাচনেও মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়