চাঁদপুর: দুইবার স্থগিত হওয়ার পর ৩য় তফসিলে বহু কাঙ্ক্ষিত চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামী রবিবার ২৯ মার্চ। আর এই নির্বাচনে মেয়রপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র নাছির উদ্দিন আহম্মদ ও সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভুঁইয়া।
পৌরসভার এক লাখ এক হাজার ১২২ জন ভোটারের রায়ের মাধ্যমেই এই দিন পৌরমেয়র নির্বাচিত হবেন। শুক্রবার মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা। নিজেদের যোগ্যতার যাচাই করতে ভোটারদের কাছে প্রার্থীরা নানা অঙ্গীকার রেখেছেন। ভোটাররাও নিরাশ করেননি প্রার্থীদেরকে। তবে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করবেন এমন মতামত পৌরবাসীর।
মেয়র পদে নাছির উদ্দিন আহম্মেদের মোবাইল প্রতীকের সমর্থনে এবছর আওয়ামী লীগসহ নাগরিক কমিটি ঐক্য হয়ে সর্বোচ্চ প্রচার প্রচারণা করেছেন। অপরদিকে অপর মেয়র প্রার্থী শফিকুর রহমান ভুঁইয়া বিএনপি থেকে সমর্থন না পেলেও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিজের যোগ্যতা ও পূর্বের সফলতা মানুষের কাছে তুলে ধরে আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকারে জগ প্রতীক নিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।
এছাড়াও ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহলিা কাউন্সিলর পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে নতুন প্রার্থীর সংখ্যাই বেশি। ভোটারদের মতামত অনুযায়ী এ বছর নতুন প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
পৌরসভায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৪৫টি। মোট পুরুষ ভোটার ৫১ হাজার ৩৪০জন, মহিলা ভোটার ৪৯ হাজার ৭৮২জন। মোট ভোটার সংখ্যা এক লাখ এক হাজার ১২২ জন।
জেলা নির্বাচন অফিসার মো. আতাউর রহমান জানান, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন ইতোমধ্যে সেই কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবি ও র্যাব মোতায়েন করা হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সবার সহযোগিতা থাকলে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়