Friday, March 27

হার দিয়ে শুরু বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক,কানাইঘাট নিউজ: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে (শুক্রবার) ‘ই’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায় স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সিরিয়া।৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফ্রি কিক থেকে গোল পায় সিরিয়া। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে সিরিয়ানরা। এরপর ইনজুরি টাইমে পেনাল্টি থেকে আরও এক গোল আদায় করে নিয়েছে সফরকারীরা। প্রথামার্ধ ৩-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাতে কিছুটা সফলও ছিল তারা। কিন্তু ৮২ মিনিটে আরেকটা গোল খেয়ে বসতে হয় স্বাগতিকদের। শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়েই মাঠে ছাড়ে বাংলাদেশ। এরআগে দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে যায় ভারত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়