ধামরাই: ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় শম্ভুচরণ হালদার নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।
রবিবার দুপুরে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়