Sunday, March 29

ফ্রিজ পরিষ্কার করবেন যেভাবে


কানাইঘাট নিউজ ডেস্ক: ফ্রিজ (Refrigerator) অতি প্রয়োজনীয় একটি জিনিস হওয়া সত্ত্বেও দেখা যায় প্রায় বাড়িতেই ফ্রিজ (Refrigerator) খুব অবহেলিত অবস্থায় থাকে। আমাদের খাবার দাবার রাখার এই দরকারি জিনিসটি সবচেয়ে বেশী পরিষ্কার রাখা উচিত। কেননা অপরিষ্কার অবস্থায় এতে খাবার রাখলে খাবারের গুনগত মান নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে এক খাবারের গন্ধ অন্য খাবারে চলে যায়। তবে যেনতেনভাবে এই ফ্রিজের যত্ন নেওয়া যায় না। ফ্রিজ পরিষ্কার করতে গেলেও সঠিক নিয়ম জানা জরুরি। আসুন ফ্রিজ পরিষ্কার করার সঠিক নিয়ম নিয়ে পরামর্শ দেওয়া যাক। ১. ফ্রিজ পরিষ্কারের সময় ভেতরের যাবতীয় সব্জি, ফল বাইরে বের করুন। ২. এরপর ফ্রিজের তাকে শুকনো কাগজ রেখে দিন৷ ফ্রিজকে ডিপফ্রস্ট মোডে দিয়ে দিন৷ বরফ গলে গেলে ফ্রিজ থেকে কাগজগুলো বের করে নিন৷ সমস্ত ময়লা উঠে আসবে৷ ৩. ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা খানিকক্ষণ লাগিয়ে রেখে ভিজে কাপড় দিয়ে মুছে নিন৷ গন্ধ চলে যাবে। ৪. ফ্রিজ মোছার কাপড়টা আগে থেকে হালকা গরম জলে ভিজিয়ে নিন। তারপর সেটি দিয়ে ফ্রিজ মুছুন। মোছার পর ফ্রিজের পাল্লা ঘণ্টাখানেক খোলা রাখুন৷ দুর্গন্ধ একেবারে গায়েব হয়ে যাবে৷দুর্গন্ধ বেশি থাকলে গরম নুনজলে খাবার সোডা মিশিয়ে নিতে পারেন৷ ৫. ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মাইক্রো ফাইবার যুক্ত কাপড় ব্যবহার করুন৷ ৬. অনেকদিন ধরে ফ্রিজে পুরনো খাবার রাখবেন না৷ এতেও দুর্গন্ধ ছড়াতে পারে। ৭. অনেকদিন ধরে টক দই রাখলেও ফ্রিজ খুললেই একটা বিশ্রি গন্ধ নাকে লাগে৷ এর সমাধানে ছোট বাটিতে করে অল্প চুন ফ্রিজের ভিতর রেখে দিন৷ ৮. এছাড়াও এক টুকেরা পাতিলেবুর টুকরো ফ্রিজের কোণায় রাখলে ফ্রিজ খোলার পরপরই নাকে দুর্গন্ধ লাগবে না৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়