Tuesday, December 16

কানাইঘাটকে রাজাকারমুক্ত করা হবে: মেয়র লুৎফুর রহমান


কানাইঘাট নিউজ ডেস্ক: বিজয়ের মাসে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে ছাত্রলীগ, যুবলীগ,আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কানাইঘাটকে রাজাকার মুক্ত করা হবে ইনশাআল্লাহ । আজ মঙ্গলবার কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন বাজারে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন- কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান। কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ফজলে হকের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সদস্য জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আলা উদ্দিন (মেম্বার), নুরুল হক মেম্বার, হেলাল আহমদ, তাহির আলী, হামিদবখত, উপজেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ, শিব্বির আহমদ, কয়ছর আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সালিম উদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা রুহুল আমীন, মহানগর ছাত্রলীগের সদস্য এমাদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা এএইচএম রাজ্জাক, এমসি কলেজ ছাত্রলীগনেতা আলতাফ হোসেন, সেলিম উদ্দিন, মুনতাসির আহমদ, বিলাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাদেক আহমদ, সেবুল আহমদ, ওয়ালীদ, আনোয়ার হোসেন, গাছবাড়ী আইডিয়্যাল কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম নাসিম, সুলতান মাহমুদ, ইমরান নাজির, ফরহাদ হোসেন, সাকিব-আল-হাসান, এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়