Wednesday, November 19

বুকে গুলি নিতে প্রস্তুত বিএনপি


ঢাকা: বিএনপির নেতাকর্মীরা বুকে গুলি নিতে প্রস্তুত রয়েছে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বুকে গুলি নিতে প্রস্তুত রয়েছে। সরকার বিরোধী আন্দোলন সামনে আসবে। আর তখন দেখবো সরকারের কত গুলি আছে। কিন্তু যখন গুলি শেষ হয়ে যাবে তখন সরকারের মন্ত্রীরা কোথায় পালাবেন। তখন জনগণ তাদেরকে ক্ষমা করবে না। ‘৩৮তম মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে মওলানা ভাসানী স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, একাত্তরের বঙ্গবন্ধুর এক হুংকারে পাকিস্থানি শাসকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। আর এবার খালেদা জিয়ার এক হুংকারে স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করা হবে। সরকার উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যা করার করেছেন আর কিছু করবেন না। এতে জনগণ আপনাদের মাফ করতে পারে। কিন্তু মানুষ হত্যা ও গুম করে স্বৈরাচারের খাতায় নাম লেখাবেন না। আওয়ামী লীগের কোন কৃতজ্ঞাতাবোধ নেই মন্তব্য করে তিনি বলেন, মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্ম দিয়েছেন। কিন্তু তার পরিবর্তে আওয়ামী লীগ তার নাম বই থেকে মুছে দিয়েছে। কারণ আওয়ামী লীগের কোন কৃতজ্ঞাতাবোধ নেই। সরকারকে প্রশ্ন রেখে তিনি বলেন, মওলানা ভাসানীর অপরাধে শহীদ জিয়াউর রহমানের নাম বই থেকে বাদ দেয়া হয়েছে, নাকি জিয়াউর রহমানের অপরাধে ভাসানীর নাম বই থেকে বাদ দিয়েছেন? আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়