Tuesday, November 18

রেনি পানি জঙ্গল লজ


কানাইঘাট নিউজ ডেস্ক: শীতের লম্বা ছুটিতে পরিকল্পনা করছেন কাছের কোনো জায়গা থেকে ঘুরে আসার? তাহলে খুব বেশি দূরে নয়, বরং পাশের দেশ ভারতের কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। আর আপনার পরিকল্পনায় যদি থাকে ভারতের মধ্য প্রদেশ, তবে প্রকৃতির খুব কাছে এবং বন্যপ্রাণীর সঙ্গে আদিম পৃথিবীর স্বাদ নিতে থাকার জায়গা হিসেবে বেছে নিতে পারেন রেনি পানি জঙ্গল লজকে। কারণ ঘুরতে যাওয়ার আগে যদি থাকার ব্যবস্থাটা ঠিকঠাক না থাকে, তবে ভ্রমণের আনন্দ অনেকখানিই মাটি হয়ে যাবে। মধ্য প্রদেশের ভুপালে অবস্থিত রেনি পানি জঙ্গল লজ। সাতপুরা ন্যাশনাল পার্ক থেকে ছয় কিলোমিটার দূরে এটি। তিনটি স্বতন্ত্র স্থাপত্য ডিজাইনে ১২টি অভিজাত কটেজ নিয়ে তৈরি রেনি পানি জঙ্গল লজ। প্রতিটা ঘরের বিশাল আকৃতির জানালা দিয়ে চোখে পড়বে সমুদ্রের বিশালতা। আর দক্ষিণমুখী জানালা দিয়ে তাজা বাতাস মনটা ভালো করে দেবে নিশ্চিত। এছাড়া বিলাসবহুল বাথরুম, সুসজ্জিত ঘর, অদ্ভুত সুন্দর ডিজাইনের খাবার ঘরের সঙ্গে মোটামুটি ভালো সংগ্রহের পাঠাগার তো আছেই। লজটির প্রতিটি কোণে ছোট লাউঞ্জে বসে একান্ত কিছু সময় কাটাতে পারেন অনায়াসেই। প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে গেছেন, খুব মজা করে আড্ডা দিতে ইচ্ছে করতেই পারে, চিন্তা নেই রেনি পানি জঙ্গল লজে খুব সুন্দর ও সাজানো একটি সভাকক্ষ আছে। যার মজার একটা নামও আছে, সেটি হলো গোল ঘর। ডাইনিং, লাইব্রেরি ও লাউঞ্জের মাঝখানের জায়গাটিই গোল ঘর। সন্ধ্যায় জঙ্গলের মধ্যে বারবিকিউ, গান, আড্ডা দিয়ে স্মৃতির অ্যালবামে যুক্ত করতে পারেন আরো কিছু মজার অভিজ্ঞতা। কিংবা চাইলে পাখির কিচিরমিচির শুনতে শুনতে স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে কটেজের বাইরে কিছুটা সময় কাটাতে পারেন। প্রকৃতিপ্রেমীদের জন্য থাকার জায়গা হিসেবে যথাযথই বটে। জঙ্গলের মধ্যে কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য কিছুদিন কাটাতে পারেন রেনি পানি জঙ্গল লজে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়