Monday, December 9

জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম গ্রাজুয়েটের পরামর্শ

 


জনপ্রতিনিধি হতে চাইলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে বলে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

রবিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া কেউ যাতে ভোটে যাতে দাঁড়াতে না পারে। জনপ্রতিনিধিদের শিক্ষাযোগ্যতা থাকতে হবে। একজন জনপ্রতিনিধিকে অবশ্যই শিক্ষিত ও সুশিক্ষিত হতে হবে। একজন প্রার্থীকে জনপ্রতিনিধি হতে হলে ন্যূনতম গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। এছাড়া

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়ারও পরামর্শ দেন তিনি। বলেন, নির্দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কোনো দলের মার্কা থাকবে না। যাতে জনগণ নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে। আমরা জাতীয় নির্বাচন আগে দিতে বলেছি। পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে বলেছি। এখনো স্থানীয় নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হয়নি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের দ্রুত পুনর্বহাল করার জন্য সরকারের দায়িত্বশীল জায়গায় কথা বলতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে। কাউন্সিলর না থাকায় কোটি কোটি জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। জন্মসনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সদন কিন্তু প্রতিনিয়ত লাগে। যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্পূর্ণরূপে এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়