Monday, November 3

বাংলাদেশ ব্যাটিংয়ে ভালোই করছে


সফিকুল হাসান সোহেল,ঢাকা: বসুন্ধরা কাপ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান । ক্রিজে রয়েছেন তামিম ইকবাল ৭৪ এবং সাকিব আল হাসান ১৩ রান নিয়ে। তারা মঙ্ঘলবার দ্বিতীয় দিনের মতো ব্যাটিং শুরু করবেন। এর আগে শুরু থেকেই আঁটোসাটো বোলিং করা এল্টন চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে যান শামসুর রহমান। অতিথিদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে আউট হয়ে যান শামসুর। ব্যাটে রান আসছিল না। এ জন্য তামিমের সমালোচনা বাড়ছিল। ঢাকা টেষ্টে ব্যর্থতার পর সোমবার খুলনায় দ্বিতীয় টেষ্টে সমালোচনার জবাব দিচ্ছেন ব্যাটে। তার দারুন ধিরস্থির ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে দিচ্ছেন নিভর্রতা। চা-বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিলো দুই উইকেটে ১৫১ রান। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমানের উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ এই পর্যায়ে এসেছে তামিম ও মুমিনুলের একটা ভালো জুটির ওপর ভর করে। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৭২ রানের এই জুটির ওপর দাঁড়িয়ে প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ওঠে। মুমিনুল অবশ্য দলীয় ৭৮ রানে ফিরেছেন ব্যক্তিগত ৩৫ রানে। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে এই তামিম অবশ্য অন্যপ্রান্ত থেকে চালিয়ে ছিলেন প্রতিরোধটা। কিন্তু বেশিক্ষণ তা টেকেনি। মাহমুদুল্লাহ পানেঙ্গারের বলে এলবিডব্লিউ হবার আগে সংগ্রহ করেন ৫৬ রান। জিম্বাবুয়ের পক্ষে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা। আর অপরটি এলটন চিগুম্বুরা। ডিআরএসের কল্যাণে চিগুম্বুরা সকালে এলবির ফাঁদে ফেলেছিলেন শামসুর রহমানকে। পানিয়াঙ্গারা নিজের বলে নিজেই দারুণ এক ক্যাচ নিয়ে শেষ করে দেন মুমিনুল। সোমবার সকালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুর টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে খুলনায় ঘুরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার দৃঢ়তা ভরা ব্যাটিংয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। উইকেটে টিকে থাকতে তামিম খেলেছেন ২৫০ বল। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৫ ও শূন্য রান করা তামিম এবার হতাশ করেছেন জিম্বাবুয়েকে। ১৭তম অর্ধশতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ব্যক্তিগত ৫৮ রানে রেগিস চাকাবভাকে একটি সুযোগ দিয়েছিলেন। ম্যালকম ওয়ালারের বলে তামিমের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচটি গ্লাভসবন্দি করতে পারেননি জিম্বাবুয়ের উইকেটরক্ষক। এল্টন চিগুম্বুরার বল পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি শামসুর। আম্পায়ার অতিথিদের জোরালো আবেদনে সাড়া দেননি; তাই রিভিউ নেয় জিম্বাবুয়ে। তাতে আউট হয়ে যান শামসুর। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৭২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে বাংলাদেশ। টিনাশে পানিয়াঙ্গারাকে ফিরতি ক্যাচ দিয়ে মুমিনুলের বিদায়ে ভাঙে ৩১.১ ওভার স্থায়ী জুটি। টানা দুই ইনিংসে ফিরতি ক্যাচ দিয়ে আউট হলেন মুমিনুল। মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি ব্যাটসম্যান ফিরতি ক্যাচ দেন চিগুম্বুরাকে। ৩৫ রান করা মুমিনুল ফিরতে পারতেন ব্যক্তিগত ২৮ রানে। অভিষিক্ত নাটসাই মুশাংওয়ের বলে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া দেননি; রিভিউও নেয়নি জিম্বাবুয়ে। রিভিউ নিলে ফিরতে হতো মুমিনুলকে। ৮২ ওভার শেষে দ্বিতীয় নতুন বল নেয় জিম্বাবুয়ে। পরের ওভারটি করতে এসে টানা চার টেস্টে অর্ধশতক পাওয়া মাহমুদল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পানিয়াঙ্গারা। দশম অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহর (৫৬) ১৫২ বলের ইনিংসটি ৫টি চারে গড়া। দিনের বাকি অংশটুকু সাকিবকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন তামিম। ২৯ রানে ২ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার পানিয়াঙ্গারা। সারা দিনে বাংলাদেশের মাত্র তিন জন ব্যাটসম্যানকে ফেরালেও খারাপ বল করেননি জিম্বাবুয়ের বোলাররা। রানের জন্য রীতিমত সংগ্রামই করতে হয়েছে স্বাগতিকদের। মিরপুর টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দলে এসেছে তিনটি পরিবর্তন। ব্যাটিং গভীরতা বাড়াতে ফেরানো হয়েছে ম্যালকম ওয়ালারকে। মুশাংওয়ের সঙ্গে অভিষেক হয়েছে ব্রায়ান চারির। অতিথি দল থেকে বাদ পড়েছেন, ভুসি সিবান্দা, জন নিউম্বু ও টাফাজওয়া কামুনগোজি। প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে দুটি পরিবর্তন। ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে ব্রেন্ডন টেলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, এল্টন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, টাফাডজওয়া কামুঞ্জোজি, হ্যামিল্টন মাসাকাডজা, জন এনউম্বু, টিনাশে পানিয়ানগারা, ভুসিমিজি সিবান্ডা। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ১৯৩/৩ (তামিম ৭৪*, শামসুর ২, মুমিনুল ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব ১৩*; পানিয়াঙ্গারা ২/২৯, চিগুম্বুরা ১/৩২)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়