Tuesday, November 18

পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনায় এবারের ইত্যাদি


ঢাকা : ‘ইত্যাদি’ তার বিশাল বহর নিয়ে গত ১৩ নভেম্বর যায় চাঁদপুরে। সেখানে তিন নদীর মোহনায় ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি। গত ১৪ নভেম্বর চাঁদপুরের বড় স্টেশন মোলহেডের আলোকিত মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ হয় সবার প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ আশেপাশের রাস্তায়, বিভিন্ন গাছের ওপর, নৌকা, লঞ্চ, ট্রলারের ওপর বসে, কেউ লঞ্চের ছাদে উঠে এবং নদীর পাড়ে হাটু পানিতে দাঁড়িয়ে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন। ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছেন ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব সেগমেন্ট। দর্শকদের পর্ব শেষ হলে ধারণ চলে রাত ১২টা পর্যন্ত। ফাগুন অডিও ভিশন জানায়, স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে ধারণ করা আমাদের একটি অনুষ্ঠান থেকেই এর যাত্রা শুরু। টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে গত কয়েক বছর ধরে আবারও দেশের বিভিন্নস্থানে ‘ইত্যাদি’ মূল অনুষ্ঠানের ধারণ করা হচ্ছে। ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ প্রচারিত হবে ২৮ নভেম্বর, শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়