Tuesday, November 18

গোয়া চলচ্চিত্র উৎসবে অামন্ত্রিত জয়া ও ফারুকী


কানিউজ ডেস্ক: গোয়ায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ৪৫তম আসর। এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জয়া আহসান। ১৩ নভেম্বর আয়োজক কর্তৃপক্ষ তাঁকে আমন্ত্রণপত্র পাঠায়। উৎসব পরিচালক শঙ্কর মোহন আমন্ত্রণপত্রে বলেছেন, উদ্বোধনী আয়োজনে আপনি অংশগ্রহণ করলে আমরা আনন্দিত হব। আপনার পাশাপাশি এ অনুষ্ঠানে বিশ্বের নামিদামি চলচ্চিত্র ব্যক্তিত্বরাও থাকবেন। গোয়া চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি জয়া। তিনি বলেন, গোয়া উৎসবের মতো বড় আসরে বিশেষ অতিথি হওয়া আমার জন্য বড় পাওয়া। এর আগে বিভিন্ন উৎসবে অংশ নিলেও এমন সম্মান কখনো পাইনি। এটা আমার অভিনয়জীবনের একটা বড় স্বীকৃতি। ভারত সরকারের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। উৎসবের ফিল্মবাজার সেমিনার নলেজ সিরিজে বক্তৃতা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সেখানে যাবেন ২০ নভেম্বর। জানা গেছে, ফারুকীর পরের ছবি নো-ল্যান্ডস ম্যান থাকছে সেখানকার কো-প্রোডাকশন মার্কেটে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়